বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন এ আর রহমান
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৭:৪১
বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন এ আর রহমান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ২৯ বছরের সংসারের ইতি টানছেন ভারতের অস্কারজয়ী সুরকার সংগীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু।


তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে গায়কের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানান, মানসিক চাপের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে কিংবদন্তি গায়কের বিচ্ছেদের খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা। এবার ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন এই তারকা।


এ আর রহমান তার এক্স হ্যান্ডেলে (টুইটার) লিখেছেন, আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাব।


বিচ্ছেদের কারণ হিসেবে তিনি লেখেন, জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। তবুও এ যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকেই বলছি, আমরা এখন যে এই ছিন্নবিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সবাই সম্মান করবেন। আমি আশা করব আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ঠিক এতদিন যেভাবে করে এসেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ।


অপরদিকে বাবা-মায়ের ডিভোর্স প্রসঙ্গে রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামের এক স্টোরিতে লিখেছেন, এই সময় আমাদের পরিবারের যাবতীয় গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ করছি। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।


উল্লেখ্য, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com