
২০২১ সালে মুক্তি পেয়েছিল দক্ষিণী সিনেমা 'পুষ্পা দ্য রেইজ'। বক্স অফিসে ব্যাপক ঝড় তোলা এই ছবি ৩৫০ কোটির ব্যবসা করে। তিন বছর পর এবার আসতে চলেছে ছবিটির দ্বিতীয় পর্ব- 'পুষ্পা টু- দ্যা রুল'। ইতোমধ্যে ছবিটির টিজার মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।
এবার বের হলো ছবিটির ট্রেলার, তাও বাংলায়! রবিবার বিকেলে ট্রেলারটি নিজের ফিডে শেয়ার করেন আল্লু আর্জুন। সেখানে রাশমিকা মান্দানার সঙ্গে প্রথম ঝলকেই চমকে দেন আল্লু আর্জুন। পুরো ট্রেলারটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় এক গম্ভীর গলা। সেখানে স্পষ্ট বাংলাতে ছবির গল্পপট আবৃতি করা হচ্ছে। এরই মধ্যে মুখ মেলাতে দেখা গেল আল্লুকে! অর্থাৎ বাংলাতে কথা বলছেন আল্লু আর্জুন।
ট্রেলারটি বাঙালি দর্শকদের আবেগে ফেলে দেয়। তবে বাঙালিদের জন্য সুখবর এই যে, বাংলা ভাষাতেও দেখা যাবে আল্লু-রাশমিকাদের এই ছবি।
'পুষ্পা টু' শুধু বাংলা, হিন্দি ও তামিল নয়, মালয়ালম, তেলুগু, কন্নড় ভাষাতেও মুক্তি পাবে।
এদিকে ছবির বাংলা সংস্করণের সংলাপ লিখেছেন শ্রীজাত। দক্ষিণী ভাষা থেকে বাংলায় এই সিনেমার গানের যাত্রাও শ্রীজাতরই হাত ধরে।
বাংলা ট্রেলারটি মুক্তির সঙ্গে সঙ্গেই শ্রীজাত তা শেয়ার করেন। তিনি আগে জানিয়েছিলেন, ছবির গান তিনি লিখছেন কিন্তু সংলাপও লিখেছেন, এই খবর দিয়ে কার্যত সকলকে চমকে দেন।
এ বিষয়ে শ্রীজাত বলেন, 'গান লিখেই ছুটি হয়নি আমার। পুরো ছবির সংলাপ লেখার দায়িত্বও ছিল। খুবই কঠিন কাজ। একবার না করলে কারও পক্ষে বোঝা সম্ভব নয়। সম্পূর্ণ অন্য ভাষার ভাব ও প্রকাশভঙ্গিতে অন্য ভাষায় সাজানো তাও সময়ের কথা মাথায় রেখে, এটা যথেষ্ট ঝামেলার।'
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]