
বলিউডের রোমান্টিক ছবির মতোই প্রেম আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের। ছোটবেলার প্রেমিকার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। ২০০৮ সালে আয়ুষ্মান-তাহিরা বিয়ে করেন। তাদের দুই সন্তান।
বলিউডে খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই তাদের সংসার। কিন্তু এক সময় আলাদা হয়েছিল দু’জনের পথচলা! তাহিরাকে ছেড়ে অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন আয়ুষ্মান!
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘ছোটবেলায় আমি চণ্ডীগড়ে খুবই জনপ্রিয় ছিলাম। সেই সময় তাহিরাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। বলেছিলাম, আমি আমার মতো জীবন কাটাতে চাই। কিন্তু ৬ মাসের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে ফিরে গিয়েছিলাম তাহিরার কাছে। তাহিরার সঙ্গে সেই সময় বিচ্ছেদ চেয়েছিলাম কারণ অন্য মেয়েরা আমাকে পছন্দ করত।’
অভিনেতা বলেন, ‘আমি পিতৃতান্ত্রিক পরিবেশে বড় হয়েছি। কিন্তু আজ আমি একজন নারীবাদী। তার একমাত্র কারণ আমার স্ত্রী। তাই আমি মনে করি উপযুক্ত জীবনসঙ্গী বেছে নেওয়া খুব জরুরি। এক সময় সাফল্য আমার ভাবনা বদলে দিয়েছিল।
আয়ুষ্মানের কথায়, ‘ভিকি ডোনর-এর সাফল্যের পর আমি বেশি করে কাজের দিকে মন দিতে শুরু করি। পেশা এবং ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যদি পাশে তাহিরার মতো মানুষ থাকে তাহলে জীবনে চলার পথটা আরও মসৃণ হয়।’
বলিউডের এই তারকা জুটির বিয়ের ১৬ বছর পূর্ণ হয়েছে। এর মধ্যে নানা চড়াই-উতড়াই ছিল। সবকিছুকে পেছনে ফেলে বর্তমানে তারা দু’জন সুখী দম্পতি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]