
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা আঞ্জুমান আরা শিল্পী। সালমান শাহ’র সঙ্গে জুটি বেঁধে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
বিশেষ করে এই নায়কের সঙ্গে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রে নেই শিল্পী। এদিকে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
শুধু শিল্পীরই নয়, তার স্বামী প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সাবেক এমপি এইচ বি এম ইকবালসহ তার তিন সন্তানের অ্যাকাউন্টও জব্দ করেছে বিএফআইইউ। ইতোমধ্যে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি চিঠিও দিয়েছে গোয়েন্দা সংস্থাটি। পাশাপাশি তাদের একক নামে কোনো প্রতিষ্ঠান থাকলে সেটার হিসাবও জব্দ করতে বলা হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, আগামী ৩০ দিন জব্দ করা হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে হবে।
জানা গেছে, চিত্রনায়িকা শিল্পীর স্বামী ইকবাল ব্যাংকের মালিকানার পাশাপাশি নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির অধীনে পাঁচতারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টারসহ নানান ব্যবসা রয়েছে। এ ছাড়া দেশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি।
২০১১ সাল থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ইকবাল। তার বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি গুলশানে হোটেল রেনেসাঁ, গুলশান-২-এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগও রয়েছে। মূলত, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত এক যুগে অনেক কোম্পানির মালিক হয়েছেন ইকবাল। ওই সব প্রতিষ্ঠানের বিভিন্ন পদে থেকে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। তা ছাড়া সপ্তম জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি।
গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সময়ের সাবেক মন্ত্রী, এমপি, বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করা হচ্ছে তাদের ব্যাংক হিসাব। সেই ধারাবাহিকতায় এবার চিত্রনায়িকা শিল্পীর স্বামী ইকবালসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হলো।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]