
বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা সারা ফ্যায়রুজ যাইমা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। যেখানে বরের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন এই উপস্থাপিকা।
এছাড়াও যাইমার বিয়ের ছবি প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন উপস্থাপিকার দুই বান্ধবী অভিনেত্রী শবনম ফারিয়া ও মডেল পিয়া জান্নাতুল।
জানা গেছে, যাইমার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকুরি এবং ব্যবসা করেন।
বিয়ের ছবিতে দেখা গেছে, সাদা জামদানিতে সেজেছেন যাইমা। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না, সঙ্গে হালকা কিছু গয়না। আর স্বামীর পরনে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি।
বিয়ের ছবি দেখে বোঝা গেছে, পারিবারিক আয়োজনে ছোট্ট পরিসরে দুই জনের আকদ সম্পন্ন হয়েছে। দুই জনকে একসঙ্গে মসজিদের সামনে দাঁড়িয়েও ছবি তুলতে দেখা গেছে।
এ বিষয়ে মডেল পিয়া জান্নাতুল বলেন, দুই পরিবারের মানুষ নিয়ে যাইমা-কুশলের আকদ সম্পন্ন হয়েছে। সামনে ভালো দিনক্ষণ দেখে তারা বড় করে বিয়ের অনুষ্ঠান করবে।
উল্লেখ্য, প্রথম আলোর ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠান থেকে শুরু করে টেলিভিশন পর্দায় বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]