
খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ভারতীয় অভিনেত্রী হিনা খানের। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। তারপর থেকেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। এবার জানালেন দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন হিনা। সেখানে গিয়েই হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। নেটমাধ্যমে আহত হওয়ার ছবি শেয়ার করেন হিনা। ক্যাপশনে অবিনেত্রী লিখেছেন, ‘মালদ্বীপে গিয়ে চোট পেয়েছি।’ ওই ছবিতে দেখা যায়, হিনার পায়ে আঘাতের চিহ্ন।
মালদ্বীপে নাকি বেশ কিছু অ্যাডভেঞ্চার করেছেন অভিনেত্রী। এর কারণেই হয়তো তিনি আহত হয়েছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। এদিকে এই আঘাতকে মালদ্বীপের একটি স্মৃতি হিসেবে দেখছেন হিনা।
প্রসঙ্গত, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবেই সকলেই কাছে পরিচিত হিনা। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এছাড়াও কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫-এর মতো ধারাবাহিক এবং বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩ সহ একাধিক রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছেন অভিনেত্রী।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]