
গুরগাওয়ের ফিল্ম সিটিতে জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’র শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী ক্যামেরাম্যানের মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শোনা গেছে, অন্যান্য দিনের মতোই গুরগাওয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছিল। আচমকা চিৎকার করে জ্ঞান হারান ওই ক্যামেরাম্যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবে ক্যামেরাম্যানকে বাঁচাতে পারেননি। মৃতের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে শোনা গেছে তিনি বিহারের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে। যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে তা কী কারণে হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় শীর্ষ স্থানে ছিল ‘অনুপমা’। এতে অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়। রূপালির ব্যক্তিগত জীবনও কয়েকদিন ধরে আলোচনায়। সৎ মেয়ের সঙ্গে চলছে মামলা মোকদ্দমা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]