ক্যানসার আক্রান্ত হিনা খানের আবেগঘন পোস্ট
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৫:১৬
ক্যানসার আক্রান্ত হিনা খানের আবেগঘন পোস্ট
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেশ কিছু দিন ধরে স্তন ক্যানসারে ভুগছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কঠিন এই রোগের চিকিৎসার মাঝেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে তার শারীরিক অবস্থার আপডেট দেন ভক্তদের।


সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন।


এতে তিনি লিখেছেন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সব সময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই। এমনকি, দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। এমন কঠিন অবস্থা থেকে আমায় মুক্তি দিন।


অভিনেত্রীর এই পোস্ট নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেরই মনে ভয়, হিনা হয়তো সাহস হারিয়ে ফেলছেন। এবং তাতে তার অসুস্থতাও বেড়ে যেতে পারে। হিনার জন্য অনেককেই প্রার্থনা করতেও দেখা গিয়েছে।


এর আগে সোশ্যাল হ্যান্ডেলে ফের ক্যানসার আক্রান্তের খবর জানিয়ে হিনা লিখেছিলেন, গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।


এরপর সকলের উদ্দেশে তিনি লিখেছিলেন, আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ন থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালোবাসার মানুষেরা আমার পাশে আছেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com