
কলকাতার নির্মাতা সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’ সিরিজে নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ।
শুক্রবার (৮ নভেম্বর) এই সিরিজের শুটিংয়ে অংশ নিতে কলকাতা গেছেন তিনি। মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সাজানো হয়েছে সিরিজটির গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শুভকে। ইতোমধ্যে ‘জ্যাজ সিটি’র শুটিংও শুরু হয়ে গেছে।
বরাবরের মতো এবারেও সিরিজে বিভিন্ন চমক রাখছেন সৌমিক। সিরিজে শুভর সঙ্গে জুটি বেঁধেছেন সৌরসেনী মিত্র। তার অংশের শুটিংও শুরু করেছেন এই নায়িকা।
এ ছাড়া ‘জ্যাজ সিটি’ সিরিজে আরও রয়েছেন, টালিউড-বলিউডের একাধিক অভিনেতা। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজের শুটিং। তবে বাংলাদেশে এই সিরিজের কোনো শুটিং হবে না বলে জানা গেছে।
বাংলা-ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষার গান শোনা যাবে এ সিরিজে। একাধিক সুরকার-গীতিকারসহ একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন নির্মাতা। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে সিরিজে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]