
ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক মারা গেছেন।
৩ নভেম্বর, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
হেলেনার মৃত্যুসংবাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। সেই সঙ্গে প্রকাশ করেছেন গভীর শোক। তবে হেলেনার মৃত্যুর কারণ জানাননি তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালে বিয়ে করেন মিঠুন ও হেলেনা। কিন্তু তাদের বিয়ে সুখের হয়নি। মাত্র চার মাসেই আলাদা হয়ে যান তারা। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। থিতু হন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এক এয়ারলাইনস প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন তিনি।
মৃত্যুর আগে শেষবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩ নভেম্বর (রবিবার) রাত ৯টার দিকে হেলেন একটি স্ট্যাটাস লেখেন। সেখানে লিখেছিলেন, কী রকম একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। এরপরই মৃত্যুসংবাদ আসে হেলেনার।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]