
কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের নিজ বাসভবন থেকে তার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ নভেম্বর, রবিবার ভারতের কর্নাটকের মদনায়কানহল্লির তার বাসভবন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালকের অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বের হতে শুরু করায় প্রতিবেশীরা ফোন করে খবর দেন পুলিশকে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে এবং পরিচালকের মরদেহ উদ্ধার করে।
এদিকে পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল। কন্নড় বুকস্টোরের মালিক লক্ষ্মীকান্ত প্রয়াত পরিচালকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তার দাবি, ২০১৯ সালে কন্নড় সাহিত্য ও সিনেমার সম্পর্কিত নানান বই কিনেছিলেন তিনি। ১০০টি বইয়ের ওপর ছাড়ও দাবি করেছিলেন। ৭৫টি বইয়ের মোট ৫টি করে সেট কিনেছিলেন ছাত্রদের জন্য। সেই বইয়ের ৬৫ হাজার রুপি দাম মেটাননি পরিচালক।
উল্লেখ্য, দক্ষিণী সিনে অঙ্গনে বেশ নাম রয়েছে গুরুপ্রসাদের। তার নির্মিত ছবিগুলোর মধ্যে ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’ বেশ জনপ্রিয়।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]