জন্মদিনে চমক! ধূমপান ছাড়ার ঘোষণা দিলেন শাহরুখ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ২০:২২
জন্মদিনে চমক! ধূমপান ছাড়ার ঘোষণা দিলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজের ৫৯ তম জন্মদিনে এসে চমক জাগানো ঘোষণা দিলেন ‘বলিউড বাদশা’ খ্যাত শাহরুখ খান। এসময় তিনি জানান, এক সময় নাকি সারাদিন শুধু ব্ল্য়াক কফি আর কাবাব খেতেন। এর সঙ্গে দিনে ১০০ টারও বেশি সিগারেট খেতেন তিনি। সেই শাহরুখই ৫৯-এ পা রেখে এমন বড় ঘোষণা দিলেন।


২ অক্টোবর, শনিবার শাহরুখ খানের ৫৯তম জন্মদিন ছিল। বিশেষ এ দিনটিতে ভক্তদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, তিনি আর ধূমপান করছেন না।


তিনি আরও জানান, প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।


শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম বাড়ি মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার! বাদশার ৫৯তম জন্মদিনেও ছিল সেই একই দৃশ্য। মুম্বাইয়ের বান্দ্রার রাস্তায় ছিল জনতার ঢল।


শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় করতে থাকেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গেল তিন দশকের এই রেওয়াজে করোনার সময় ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনেও প্রথা ভাঙলেন বাদশা।


মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা যেন চাঙ্গায়নী সুধা পেলেন।


শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাকে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পক্ষ থেকেই এই আয়োজন করা হয়েছিল। তাদের নিরাশ করেননি কিং খান।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com