
বলিউড ‘বাদশাহ’ খ্যাত শাহরুখ খান সদ্য ৫৮ থেকে ৫৯ বছরে পা দিয়েছেন। তার জন্মদিনে বহু ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বাড়ির সামনে।
২ নভেম্বর, শনিবার শাহরুখ খানের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার কন্যা সুহানা শেয়ার করে নেন একটি সিপিয়া ছবির কোলাজ। সেই কোলাজে ধরা পড়েছেন বাবা শাহরুখ খান।
চারটি ছবির প্রত্যেকটিতেই শাহরুখকে দেখা গেছে ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে কোলে নিয়ে।
এসব ছবি আব্রামের জন্মের অনেক আগের। ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশিরভাগ ছবিতেই বাবার কোলঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা। ছবি শেয়ার করে সুহানা লিখেছেন শুভ জন্মদিন, তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এ পৃথিবীতে।
আগামী বছর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘কিং’। এ ছবিতে নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা। তার আগে জন্মদিনে শাহরুখকন্যা সুহানা খান শেয়ার করে নিলেন বাবার সঙ্গে পুরোনো ছবি। সেই সঙ্গে বাবার জন্য লিখলেন ছোট্ট শুভেচ্ছাবার্তা। আর তাতেই ভক্ত-অনুরাগীরা খুশি।
এ ছবিতে সুহানা ট্যাগ করেছেন বাবাকেও। শুধু ছবি নয়, এরপর একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুহানা। আসলে সেটি একটি মিম। সেখানে প্রথমে সুহানা, তারপর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে। নিচে লেখা কোথা থেকে পেলে তুমি তোমার এই সৌন্দর্য?
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]