‘হতাশ হলেও বলা যাবে না, এটাই সবচেয়ে বড় হতাশা’
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:০৮
‘হতাশ হলেও বলা যাবে না, এটাই সবচেয়ে বড় হতাশা’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রাখছেন তিনি। ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। সবকিছু মিলিয়েই কিছু কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে।


তবে সবকিছু সামলে নিয়ে বিচারক হিসেবে পর্দায় ফিরতে চলেছেন। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন শবনম।


যেখানে তিনি জীবন নিয়ে হতাশার কথা উল্লেখ করেছেন। পোস্ট দিয়ে লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করেছিলাম, বলছিলো দেখিস! দেখতেছি।’


এরপর বলেন, ‘হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।’


সবশেষে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘স্ট্যাটাসটা একটা প্রেম-ভালোবাসা বিষয়ক স্ট্যাটাস ছিল! বাকিটা মনে হচ্ছে ইতিহাস। ধন্যবাদ পেজের রিচ বাড়ানোর জন্য! যে যা ভেবে শান্তি পায়!’


কমেন্ট বক্সে মাহমুদা অভিনেত্রীকে প্রশ্ন করে লিখেছেন, ‘জীবন নিয়ে কত বড় হতাশ হলে, এমন হতাশা নামক পোস্ট করা যায় আপু।’


তারেক ইসলাম নামে আরেক ভক্তের ভাষ্য, ‘যাই হোক নিজেদের উপর পরার পরে তাও ক্লিয়ার বলতে পারলেন না এটা দুঃখজনক। আগে যারা গণতন্ত্রের বাণী শুনিয়েছেন এখন তারা তামাশা দেখছে এর মাঝে আপনিও একজন।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com