পাপারাজ্জিদের দেখে মেজাজ হারালেন ইব্রাহিম খান
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৪:৫১
পাপারাজ্জিদের দেখে মেজাজ হারালেন ইব্রাহিম খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় সেলিব্রিটিদের চারদিকে পাপারাজ্জিরা সবসময় ঘিরে থাকেন। তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন বলিউডের বিভিন্ন তারকারাও।


সম্প্রতি বলিউডের এক হাইপ্রোফাইল দিওয়ালি পার্টিতে যোগ দিয়ে পাপারাজ্জিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে যান সাইফপুত্র ইব্রাহিম আলি খান। এরপর পাপারাজ্জিদের উপর প্রায় চড়াও হন তিনি।


রবিনা টন্ডনের মেয়ে রাসার সঙ্গে গিয়েছিলেন সেখানে, পাপারাজ্জিরা তার একার ছবি তোলার জন্য অনুরোধ করেন। রাসা তাদের কথা রাখলেও সাইফপুত্র তখন ফোনে ভীষণ ব্যস্ত। তারপর তড়িঘড়ি রাসাকে গাড়িতে তোলেন।


এরপর পাপারাজ্জিরা তাকে ছবি তোলার অনুরোধ করতেই, একজনের হাত ধরে ইব্রাহিম জিজ্ঞেস করেন- ‘কি ছবি চাই? পাবেন না। আমি বাড়ি যাব এখন।’ বলিউডে পা দেওয়ার আগেই বার বার খবরের শিরোনামে উঠে আসেন ইব্রাহিম আলি খান।


বলিপাড়ার কান পাতলেই শোনা যায় ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প। কখনও খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবারও কখনও কোনও রহস্যময়ী নারী। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে তাকে।


তবে এদিনের দিওয়ালি পার্টিতে অবশ্য রবিনা টন্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেই দেখা গেল ইব্রাহিমকে। যার সঙ্গে মাসখানেক আগেই সোহেল পুত্র আরহান খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com