
বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সম্প্রতি তাদের দীপাবলি উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে সাড়া ফেলেছে। তাদের রসায়ন প্রায়ই অনুরাগীদের আলোচনার কেন্দ্রে থাকে।
এবার নিজেই মুখ খুললেন ভিকি। জানালেন, ঠিক কোন কারণে স্ত্রীকে এত ভালোবাসেন। ভিকি জানান, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয় বরং তার উদার মন দেখেই তিনি মুগ্ধ। এই নিয়েই স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি।
অভিনেতা বলেন, ‘আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়। সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়। সেটা ক্যাটরিনার আছে। তাই আমি ওকে এতটা ভালোবাসি। ভাল মন নিয়ে কী ভাবে চলতে হয়, সেটাও আমি শিখি।’
ভিকি জানান, একটা সময় নিজেকে নিয়েও নানা ধাঁধাঁর মধ্যে ছিল। সঙ্গী হিসেবে সেই সব শূন্যতাও পূর্ণ করে দিয়েছেন ক্যাটরিনা। মাটিতে পা রেখে কীভাবে চলতে হয়, তাও শিখিয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনার স্থিরতা, বিনম্র আচরণ প্রতি মুহূর্তে বিনয়ী হতে শিখিয়েছে অভিনেতাকে।
মানুষ হিসেবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠাও মুগ্ধ করেছে ভিকিকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও, কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তা-ও ভিকি শিখেছেন ক্যাটরিনার থেকে।
প্রসঙ্গত, জোয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ শো-এর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন, ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসেবে দেখতে চান। ভিকিকে তার সঙ্গে দেখতে ভালো লাগবে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। এরপরে ২০২১-এর ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]