
সাধারণত জন্মদিনের আগে মাঝরাতে ভক্তদের দর্শন দেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এ বছর ঘটলো একদমই ব্যতিক্রম ঘটনা। ১ নভেম্বর রাত থেকে কিং খানের বাড়ি মান্নাতের সামনে ভক্তদের ভিড় থাকলেও ছাদে দেখা যায়নি শাহরুখ খানকে।
প্রশ্ন উঠছিল কোথায় তিনি? উত্তর মিলল নায়কের স্ত্রী গৌরী খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শনিবার সন্ধ্যায় গৌরী তার ইনস্টাগ্রামে দু’টি ছবি ভাগ করে নেন। তার মধ্যে একটি শাহরুখ খানের সঙ্গে নিজের। অন্যটি জন্মদিন উদযাপনের। ছবিতে দেখা যাচ্ছে, আলো ঝলমলে সাজানো ঘর। গোল চকোলেট কেক কাটছেন স্বয়ং কিং খান। তার পরনে কালো প্যান্ট ও শার্ট, মাথায় কালো টুপি। একপাশে দাঁড়িয়ে স্ত্রী গৌরী, অন্য পাশে মেয়ে সুহানা খান। দু’জনেই উৎসবের সাজে ঝলমলে।
গৌরী লিখেছেন, ‘একটি স্মরণীয় সন্ধ্যা গতরাতে বন্ধু ও পরিজনেদের সঙ্গে। শুভ জন্মদিন...।’ পোস্টে গৌরী ট্যাগ করেছেন শাহরুখ খানকে।
তারপরই অনুসরণকারীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নায়ককে। এমনকি অনেকে গৌরীর কাছেও আবদার জানিয়েছেন, একবার অন্তত শাহরুখের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য।
এবার মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ। মনে করা হচ্ছে নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত অভিনেতার। গত মাসেই দশেরার রাতে খুন হয়েছেন বাবা সিদ্দিকি। সালমান খান নিয়মিত খুনের হুমকি পাচ্ছেন লরেন্স বিশ্নোই ও তার দলবলের কাছ থেকে।
শুধু সালমান নন, লরেন্স বিশ্নোইয়ের দাবি- সালমান ঘনিষ্ঠ সকলেরই প্রাণের ঝুঁকি রয়েছে। তারপর থেকে শাহরুখকেও আর তেমন ভাবে বাইরে দেখা যাচ্ছে না। বাবা সিদ্দিকির শেষকৃত্যেও অভিনেতার দেখা মেলেনি। তবে রানি মুখোপাধ্যায়ের দীপাবলির পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]