‘তৌহিদি জনতা’র বাধায় শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২৩:৪৬
‘তৌহিদি জনতা’র বাধায় শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজের শহর চট্টগ্রামে বাধার মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।


২ নভেম্বর, শনিবার দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুমের উদ্বোধনের কথা ছিল তার। গেল ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে চট্টগ্রাম গিয়ে সেই শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তার ফেসবুক বিভিন্ন পোস্টের সূত্রে বোঝা গেছে তিনি চট্টগ্রামেই আছেন।


তবে সব কিছু ঠিক থাকলেও নির্ধারিত সময়ে যেতে পারেননি শোরুম উদ্বোধন করতে। খুকি লাইফস্টাইলের রিয়াজউদ্দিন বাজারের শোরুমের ম্যানেজার ইমদাদুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি আসেনি।


তবে তাকে না নিয়ে আসার জন্য রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের চাপ ছিল বলে জানিয়েছে আরেকটি সূত্র। মেহজাবীন চৌধুরী যাওয়ার আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি জনতার ব্যানারে।


রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না। এদিকে বিষয়টি নিয়ে জানতে বণিক সমিতির বর্তমান সভাপতি সালামত আলীর মোবাইলে বেশ কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।


ব্যক্তিগত কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি বলে জানিয়ে শোরুমের ব্যবস্থাপক ইমদাদ হোসেন বলেন, বেলা ৩টা থেকে তাঁদের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিতে মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে এসেছিলেন। কিন্তু হয়তো ব্যক্তিগত কারণে মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শেষ পর্যন্ত ওনাকে ছাড়াই শোরুমের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান করতে হয়েছে। অনুষ্ঠান চলাকালে শোরুমের ভেতরে কোনো সমস্যা হয়নি। বাইরে কেউ ছিলেন কি না, তা তাঁদের জানা নেই।


বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তাতে সাড়া মেলেনি।


চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, তৌহিদি জনতার বাধায় অনুষ্ঠান হতে পারেনি বিষয়টি এ রকম না। বিষয়টি হচ্ছে গত শুক্রবার বায়তুশ শরফের হুজুর দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয়েছে। তখন আজকে (শনিবার) মেহজাবীন চৌধুরীকে দিয়ে যখন আবার উদ্বোধন করাতে গিয়েছে, তখন অনেকে মনে করেছেন, এটা হুজুরকে অপমান করা। এ জন্য মেহজাবীন চৌধুরী আসার আগে রিয়াজউদ্দিন বাজারের কিছু ব্যবসায়ী এবং সাধারণ কিছু মুসল্লি ক্ষিপ্ত হয়ে শোরুমের নিচে অবস্থান নেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ জানায়, মেহজাবীন চৌধুরী আসার কথা ছিল। তবে মেহজাবীনকে নিয়ে যে অনুষ্ঠান ছিল, তা বাদ দেওয়া হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com