
দীপাবলি উদ্যাপনের মুহূর্তের কিছু ছবি সামনে আসতেই নতুন করে ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের চর্চা শুরু হয়েছে। সম্প্রতি শ্রীময়ীর কিছু ছবি দেখে মা হওয়ার জল্পনায় মেতে উঠেছে নেটিজেনরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শাড়িতে ঢাকা বেবি বাম্পে হাত দিয়ে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শ্রীময়ীকে। সে থেকে টালিউডে জল্পনা, মা হতে চলেছেন শ্রীময়ী। তবে এ বিষয়ে কাঞ্চন মল্লিক বা শ্রীময়ী চট্টরাজ, তাদের কেউই মুখ খোলেননি।
এদিনের বিশেষ মুহূর্তের কয়েকটি ছবিতে শ্রীময়ীকে দেখে মনে হয় তিনি যেন হবু মা। বিয়ের জন্য একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই তারকা জুটিকে। সেই কারণেই কি এই সুখবর এখন প্রকাশ্যে আনতে চাইছেন না কাঞ্চন এবং শ্রীময়ী?
উল্লেখ্য, অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।
দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সী কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তোলেন কাঞ্চন মল্লিক।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]