
নোরা ফাতেহির নাচ বরাবরই দর্শকদের মনে ঝড় তোলে। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’ ও ‘গারমি’র মতো জনপ্রিয় গানে কোমর দুলিয়ে সবার নজর কাড়েন নোরা। বিশেষ করে ‘দিলবার’ গানটি। কেননা, এই গান দিয়েই দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান তিনি। কিন্তু সেই ‘দিলবার’ গানেই নাকি নাচতে চাননি নোরা।
‘দিলবার’ গানটিতে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন নোরা। অভিনেত্রীর নাচে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। তবে এই গান নিয়েই তিক্ত অভিজ্ঞতা রয়েছে তার।
জানা গেছে, তাকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব চাপা একটি ব্লাউজ় পরতে বলা হয়েছিল! যা পরতে রাজি হননি তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নোরা বলেন, তার সঙ্গে ব্লাউজের মাপ দেখে অবাক হয়ে যান অভিনেত্রী।
নোরা বলেন, আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই যৌন আবেদন রয়েছে। কিন্তু সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।
নোরার আপত্তিতে বদলানো হয় ব্লাউজ। যেটি ছিল আগের চেয়ে তুলনামূলক বড়। সেই কথা উল্লেখ করে নোরা বলেন, ‘এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আমার কাছে সেটাই বড় কথা। আগে যে ব্লাউজ়টা দেওয়া হয়েছিল, সেটা পরতে পারতাম না।’
গানটির সঙ্গে জড়িয়ে আছে নোরার বঞ্চনার গল্প। ‘দিলবার’তাকে জনপ্রিয়তা এনে দিলেও ঘটেনি অর্থযোগ। পারিশ্রমিক চাইলে পরিচালক উল্টো শুনিয়েছিলেন কথা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]