
চিত্রনাট্যের প্রয়োজনে নায়ক-নায়িকাদের অনেক সময়েই কাছাকাছি আসতে হয়। এরকমই একটা মুহূর্তে বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেতা ববি দেওল।
ববি জানান, এ পরিস্থিতি তৈরি হয়েছিল নায়িকা মনীষা কৈরালার সঙ্গে একটি গানের শুটিংয়ে। মনীষার সঙ্গে ঘনিষ্ঠ হবেন ববি। মনীষা ববির গালে কামড় বসাবেন। সেই মতো দুজনে কাছাকাছি এসেছেন। কিন্তু যেই না মনীষা নিজের মুখ ববির কাছে এনেছেন, তার তো গা গুলিয়ে বমি আসার মতো অবস্থা।
ববি দেওল বলেন, মনীষার মুখে নাকি তীব্র পেঁয়াজের গন্ধ ছিল যাতে তার গা গুলিয়ে ওঠে। গানের দৃশ্য শুট করার আগেই মনীশা পেঁয়াজ দিয়ে চাট খায়। আমার মুখের কাছে এসে গালে কামড় দিতেই গন্ধটা পাই।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]