সামান্থার স্বপ্ন জেমস বন্ড!
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১১:৩৯
সামান্থার স্বপ্ন জেমস বন্ড!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মূল ধারার চলচ্চিত্রে নায়িকাদের কী কাজ? অনেকেই বলেন, সেজেগুজে ঘোরা এবং দু’একটা গান বা নাচ। প্রথম থেকেই এই বক্তব্যের বিরোধিতা করেছেন কঙ্গনা বা করিনার মতো নায়িকারা।


কিন্তু এ কথাও তাঁদের স্বীকার করতে হয়েছে, বলিউডে তেমন সুযোগ তাঁরা পান না। করিনা তো পারিশ্রমিকের অসাম্য নিয়েও সরব। এ বার অ্যাকশন ছবিতে অভিনয় করার জন্য বলিউড নায়িকাদের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা রুথ প্রভু। অভিনেত্রী নিজেও খুশি এই ধারার ছবিতে অভিনয় করে।


সামান্থা জানিয়েছেন, জেমস বন্ডের কোনও মহিলা সংস্করণে অভিনয় করা তাঁর স্বপ্ন। অ্যাকশন ছবিতে অভিনয়ের জন্য বলিউডের দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, অনুষ্কা শেট্টিদের প্রশংসাও করেছেন তিনি।‘সিটাডেল: হানি বানি’তে সামান্থার স্বপ্ন খানিকটা পূরণ হয়েছে বলাই যায়।


রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকের পরিচালনায় ভারতে মুক্তি পেতে চলেছে ‘সিটাডেল: হানি বানি’। হলিউডের মূল ছবিটিতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় দেখা যাবে বরুণ ধওয়ান ও সমান্থাকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই নতুন ধারার ছবিতে কাজ করতে পেরে আমি খুবই খুশি। আজকাল অনেক অভিনেত্রীই অ্যাকশন ছবিতে অভিনয় করছেন। আলিয়া করেছেন। ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফও করেছেন। দিশা, কিয়ারাও আজকাল এই ধরনের ছবি করছেন। কঙ্গনা রানাউত করেছেন। অনুষ্কা শেট্টিও অ্যাকশন করেছেন। মহিলারা ছবির নিয়ন্ত্রণ রাখছেন, এটা দারুণ বিষয়।’


দক্ষিণী ছবিতে সামান্থার অভিনয়ের অভিজ্ঞতা দীর্ঘ। ‘ইয়ে মায়া চেসাভে’, ‘ইগা’, ‘নিথানে এন পোনভাসন্থাম’, ‘মহান্তি’ এবং ‘সুপার ডিলাক্স’-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।


হিন্দিতে ‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজ়ে অভিনয় করেছিলেন সামান্থা। এই ছবির পরিচালকও রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডিকে। নায়কের প্রতিপক্ষ হিসাবে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।


কিন্তু সামান্থার অভিমান, তাঁর অধিকাংশ অ্যাকশন দৃশ্যেই সে বার কাঁচি পড়েছিল। এ বার আর তা ঘটবে না। ফলে খুশি সামান্থা। তিনি বলেন, “এ বারে দৃশ্যগুলো রয়েছে। আমি খুশি।” কেন এত অ্যাকশনের প্রতি আকর্ষণ নায়িকার? জবাবে সামান্থা বলেন, “কে না চায় গোয়েন্দা গল্পে নিপুণ লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে! আমার তো মনে হয়, সমস্ত অভিনেতারই স্বপ্ন জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা। আমরা, অভিনেতারা এ নিয়ে সব সময় উত্তেজিত। অ্যাকশন ছবি করা খুবই আনন্দদায়ক।”


তবে এর পর কমেডি ছবিতে অভিনয় করতে চান বলেও জানিয়েছেন সামান্থা। আর সেখানে নায়ক হিসাবে পেতে চান ‘সিটাডেল’-এর বানি বরুণকেই। খুব শীঘ্রই এমন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন বলে সরাসরি দাবি করেছেন সামান্থা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com