একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:২৩
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনেতার পরিবারের সদস্য শারমিনা আহমেদ।


৩১ অক্টোবর, বৃহম্পতিবার বিকেলে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন খ্যাতিমান এই শিল্পী। চিকিৎসার জন্য কয়েকবার নেওয়া হয়েছিল হাসপাতালে। চলছিল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।


দেশের টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ নাটকের গুণী অভিনেতা মাসুদ আলী খান। ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় কিছুকাল পড়াশুনার একটি অংশ শেষ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।


২০২৩ সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com