
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় আছে জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
২১ অক্টোবর, সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারুকী লিখেছেন, খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।
নির্মাতার পোস্টটি মুহূর্তেই ভাইরাল। তার কমেন্টসবক্সে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে ভক্তদের।
ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশত্যাগের পর এবার তার পদত্যাগপত্র নিয়ে উত্তাল সারা দেশ।
সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ-সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।
পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ না থাকার বিষয়টি দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। মূলত রাষ্ট্রপতির এমন কথার পর আবারও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]