
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি। বিভিন্ন সময় উদ্ভট ক্যাপশনে পোস্ট দিয়ে বেশ সমালোচিত হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন মাহিয়া মাহি। যেখানে তিনি জানান, আল্লাহ জানে তুমি পৃথিবীর কোন চিপায় লুকিয়ে আছো। যেদিন দেখা হবে ঠাডায় ২টা থাপ্পড় মারবো।
২ টা থাপ্পড় মারবো থাপ্পড় মারবো উল্লেখ করে মাহি পোস্টে লিখেছেন, ‘আল্লাহ জানে পৃথিবীর কোন চিপায় লুকায় আছো, একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাস টা তোমাকে দেখাবো আর ঠাডায় ২ টা থাপ্পড় মারবো এতো বছর আমাকে অপেক্ষা করানোর জন্য। ওকে?‘
সেই পোস্টে চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ খান কমেন্ট বক্সে লিখেছেন, ‘কি ভয়াবহ হুমকি।’ ফারহা দিবা নামে আরেকজন লিখেছেন, আমার ইচ্ছা থাপ্পড়টা আমি যাকে দিতে চাই তাকে দিতা।
প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]