
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের পরদিনই মুম্বাইয়ের বান্দ্রার একটি বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল আরোরা।
১১ সেপ্টেম্বর , বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। জানা যায়, এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশের একটি দল। মালাইকার বাবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, আত্মহত্যা করেছেন মালাইকার বাবা। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি । কেন তিনি এমন আত্মঘাতী হলেন সেটিও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থলে মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানও ছুটে গিয়েছেন।
পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, আজ সকালে যখন এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন অনিল আরোরা, তখন বাড়িতে ছিলেন না মালাইকা। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সকলে। এসেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খানও।
অপরদিকে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিমও। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ছিল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আর আজই আত্মহননের পদক্ষেপ নিলেন মালাইকার বাবা।
প্রসঙ্গত, মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন অনিল আরোরা। মালাইকার যখন ১১ বছর বয়স, তখন তাঁর মা-বাবার বিবাহবিচ্ছেদ ঘটে। মা জয়সির কাছেই থাকতেন মালাইকা ও তাঁর বোন অমৃতা।
এক সাক্ষাৎকারে নিজেকে মায়ের ঘনিষ্ঠ বলেই জানিয়েছিলেন মালাইকা। তবে বাবার সঙ্গেও সম্পর্ক সহজ হয়ে গিয়েছিল বলে জানান। আরবাজের সঙ্গে যখন দাম্পত্য টিকেছিল, তখন একসঙ্গে তাঁদের প্রায়শই দেখা যেত। আজও মালাইকার বাবার এ দুর্ঘটনা শুনে সবার আগে ছুটে যান আরবাজ। পুলিশের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে।
বিবার্তা/জেনি/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]