মাদকের কারণে ঘর ভাঙার কথা জানালেন হানি সিং
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২০
মাদকের কারণে ঘর ভাঙার কথা জানালেন হানি সিং
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যারিয়ারে শুরুর দিকে আলোচনায় থাকলেও মাঝে সংগীত জগৎ থেকে হারিয়ে যান ভারতের জনপ্রিয় র‍্যাপার হানি সিং। এর নেপথ্যে ছিল তার মাদকাসক্তিতে জড়িয়ে পড়া। নেশা তাকে সংগীত থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এবার গায়ক জানালেন তার ঘর ভাঙার পেছনেও মাদক দায়ী।


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।


হানি সিং জানান, মাদকের জন্যই এক সময় প্রাক্তন স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।


তিনি বলেন, ‘২০১১ সালে বিয়ের পর প্রথম ৯ মাস আমরা ভালোই ছিলাম। তারপর সাফল্য এলো, আর পরিবারকেও আমি ভুলে গেলাম! এখন নিজের ভুল বুঝতে পারি।’


মাদকাসক্তির পেছনে যারা দায়ী তাদের নিয়েও কথা বলেছেন গায়ক। বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব তাকে মাদকের দিকে ঠেলে দেয় উল্লেখ করে বলেন, ‘আমাকে তারা বলতেন, ‘আরে তুই মদ্যপান করতে পারিস। কিন্তু, এটা করে দেখা!’ হানিও সেই মতো মাদক সেবন করতে শুরু করেন। শিল্পীর কথায়, ‘প্রথমে কয়েক বার সেবনের পর কিছুই বুঝতে পারিনি। কিন্তু তার পর আসক্ত হয়ে পড়ি।’


মাদকের প্রতি একটা সময় মারাত্মক রকম আসক্ত হয়ে পড়েছিলেন হানি সিং। সকালে ঘুম থেকে ওঠার পরই মাদক লাগত। রাতে ঘুমানোর আগেও মদ্যপান করতেন ভুলতেন না বলে জানান হানি।


উল্লেখ্য, গত মাসেই মুক্তি পেয়েছে হানি সিংহের নতুন অ্যালবাম ‘গ্লোরি’। তাকে নিয়ে ওটিটির জন্য একটি তথ্যচিত্রের কাজও শুরু হয়েছে বলে খবর।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com