
গত ৫ আগস্ট আগুন দেওয়া হয় ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়িতে। সেসময় পুড়ে যায় জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের ভাড়া বড়িটিও।
অধিকাংশে দাবি ছিল সাম্প্রদায়িক সহিংসতার জেরে আগুন দেওয়া হয়েছে রাহুলের বাড়িতে। তবে নতুন মোড় নিয়েছে ঘটনায়।
ব্যান্ড জলের গান সামাজিক মাধ্যমে জানিয়েছে সাম্প্রদায়িক সহিংসতার শিকার নন রাহুল। বঙ্গবন্ধুর বাড়ির পাশে থাকার কারণে আগুন লাগে তার বাড়িতে।
জলের গানের দেওয়া এ তথ্য সামাজিক মাধ্যমে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই এক হাত নিচ্ছেন রাহুলকে। তাকে সাম্প্রদায়িক সহিংসতার উস্কানিদাতা বলে আখ্যায়িত করছেন কেউ কেউ।
ব্যতিক্রম দেখা গেল অভিনেতা খায়রুল বাশারের ক্ষেত্রে। স্পষ্ট ভাষায় তার প্রতিবাদ, রাহুল আনন্দ তো বলে নাই ধর্মের জন্য তার ঘর পুড়েছে।
মঙ্গলবার নিজের ফেসবুকে খায়রুল বাশার লিখেছেন, ‘‘যার ঘর পুড়েছে সে (রাহুল আনন্দ) মহৎ বলেই বলেছে- আমার সংসার পোড়া ছাইয়ে,আমার বাদ্যযন্ত্রের কয়লায় যদি শান্তি আসে; তাবুও শান্তি আসুক।’’
এরপর অভিনেতা লিখেছেন, ‘সে তো বলে নাই আমার ঘর পুড়েছে আপনার ঘরও পোড়াব। সে তো বলে বলে নাই ধর্মের জন্য আমার ঘর পুড়েছে। সে বলেছে তার ঘর পুড়েছে। বলবে না?’
সবশেষে তিনি লিখেছেন, ‘নাকি ঘর পুড়ে যাওয়ার আনন্দ নিয়ে আপনাদের সাথে বিতর্ক করে যাবে? নাকি বলবে আমার ঘরে মন বসে না তাই ঘরবাড়ি সব পুড়িয়ে দিয়েছি! উনার বাড়িতে আগুন দেয়া হয়েছে তা অন্যায় হয়েছে।’
নিজের পোস্টের মন্তব্যের ঘরে রাহুল লিখেছেন, ‘দোষ আমাদের। আমরা যখন যা পাই তাই নিয়ে ধুম করে একটা মন্তব্য ছড়িয়ে দিই। তার নীরবতাও সমস্যা তার সরব হওয়াও সমস্যা। শুধু তার ঘর পুড়ে যাওয়া সমস্যা না। আমি কথা বললেই এই পক্ষ নয়তো ওই পক্ষ আমি। কথা না বললেও এই পক্ষ বা ওই পক্ষ। কেনো আপনার কথাটা আপনি বলে যান না। ঘর পুড়েছে যার সে জানে তার কষ্ট। তাকে আবার সরব হয়ে বর্ণনা দিতে হবে সবকিছুর। কে গেছে বিচার করতে কার কাছে বিচার চেয়েছে সে কাকে বর্ণনা করে জানাবে? এদেশে অবিচার আছে বিচার নাই। সবাই তো বিচার আল্লাহর কাছেই চেয়ে আসছে। উনি ছাড়া এদেশে বিচার করার কেউ নাই। আগামী দিনে এসব দাঙ্গা হাঙ্গামা বাদ দিয়ে শান্তি আসুক। কিছু লেখার আগে জেনে বুঝে মানবিক হয়ে সহমর্মিতার সাথে লিখুন। অন্যায়কে অন্যায় লিখুন, নীরবতা অন্যায় না, কখনো অভিমান কষ্ট বেদনা।’
রাহুলের বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে তার পারিবারিক বন্ধু ফারহানা হামিদের পোস্ট ভাইরাল হলে গায়কের স্ত্রী ঊর্মিলা শুক্লা ৫ আগস্ট অগ্নিকাণ্ডের ঘটনা নিজের ফেসবুকে লেখেন।
তিনি জানান, ৩২ ধ্বংস করার উন্মাদনায় তার ঘর পুড়ে গেছে। শুক্লার ওই পোস্ট শেয়ার করে কথাগুলো লিখেছেন খায়রুল বাশার।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]