
ছেলে সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ১০ জুলাই দিবাগত রাত ৩টার দিকে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম। খবরটি ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত এ অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন খবরটি।
এদিকে ছড়িয়ে পড়েছিল কন্যা সন্তানের পিতা হয়েছেন চাষী। এ নিয়ে অভিনেতা বলেন, ‘কেউ কেউ বলছেন, কন্যা সন্তানের বাবা হয়েছি। বিষয়টি ভুল। পুত্র সন্তানের বাবা হয়েছি আমি।’
এ সময় সবার কাছে দোয়া চেয়ে চাষী বলেন, ‘মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গত বছর ২৫ আগস্ট পারিবারিকভাবে তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষী আলম।
বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ওইয়েব সিনেমা ‘ফিমেল-৪’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]