
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেন। কিন্তু তাতেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তবে নেটিজেনের সেই কটাক্ষে চুপ করে থাকেননি। পাল্টা কড়া জবাবও দিয়েছেন এ তারকা।
অভিনেত্রী ভাবনা কয়েকদিন আগেই তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন। পোস্টটিতে ‘মামুন মিয়া’ নামের এক নেটিজেন অশালীন একটি মন্তব্য করেন। যা দৃষ্টি এড়ায়নি তার। এরপর সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ওই নেটিজেনকে মেনশন করে পাল্টা পোস্ট দেন ভাবনা।
এ অভিনেত্রী সেই পোস্টে লিখেছেন, ‘এইসব মানুষদের অনেক লাইম লাইট দরকার। “মামুন মিয়া” সে তার ফেসবুকে লিখে রেখেছে ডিজিটাল ক্রিয়েটর। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার―সে কেমন কমেন্ট করেন।’
ভাবনার এই পোস্টের পর অবশ্য সেখানে ফের মন্তব্য করতে দেখা যায়নি মামুন মিয়া নামের সেই নেটিজেনকে। তবে ওই নেটিজেনকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অন্য নেটিজেনরা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]