
প্রকাশ্যে এলো ‘মা কালি’- সিনেমার টিজার। বাংলার ইতিহাসের এক কালো অধ্যায় নিয়েই তৈরি এই সিনেমা। এই সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রাইমা সেন এবং অভিষেক সিংকে। সদ্য প্রকাশিত টিজারে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে এই সিনেমা ঘিরে।
টিজারে পাওয়া যাচ্ছে সিনেমার গল্পের কিছু ঝলক। দেশভাগের সময় মানুষের কষ্ট, যন্ত্রণা, অত্যাচারের কথা তুলে ধরবে এই সিনেমা। ব্রিটিশদের বাংলা ভাগের পরিণাম যে কী ভয়ংকর হয়ে উঠেছিল, কীভাবে তা মানুষের জীবন সিনেমার ছত্রে ছত্রে বোনা হয়েছে সেই যন্ত্রণার আখ্যান।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে স্বাধীনতার সময়কালকে জুড়েই। উঠে এসেছে দেশভাগের গল্প। সেসময় গণহত্যার নৃশংসতা এবং কীভাবে ভারত ভাগের আগুন বাংলা থেকে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল তা দেখানো হবে পর্দায়। একটি পরিবারকে কেন্দ্র করেই বলা হয়েছে সেকালের সাধারণ মানুষের যন্ত্রণার কথা। বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]