
ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খান। ঈদ কিংবা বড় কোনো উৎসব মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের ছবি। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় এক যুগ ধরে ঢালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করছেন তিনি।
কয়েক বছর ধরে বাংলাদেশের সিনেমা হলগুলোতে নতুন করে প্রাণ ফিরে আসে শাকিব খানের সিনেমার মাধ্যমে। আর এই কারণে শাকিবকে নিয়ে নির্মাতা কিংবা প্রযোজকদের আগ্রহের পরিমাণও অনেক বেশি।
সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যে সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান। বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন তিনি। বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন নায়ক। আর এই কারণে নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন তিনি। বিগত বছরগুলোতে সিনেমাপ্রতি কখনো ৪০ লাখ, ৫০ লাখ করে নিলেও ‘প্রিয়তমা’সিনেমায় প্রায় ১ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন এই তারকা। ‘রাজকুমার’ সিনেমাতেও নায়কের পারিশ্রমিক ১ কোটি ছিল।
তবে জানা যায়, ঢালিউড সুপারস্টার শাকিব খান পরবর্তী সিনেমার জন্য তার পারিশ্রমিক বাড়িয়েছেন। আগামী সিনেমাতে তিনি পারিশ্রমিক নিতে পারেন ২ কোটি টাকা।
মূলত ‘প্রিয়তমা’ও ‘তুফান’ ব্লকব্লাস্টার সিনেমা তকমা পাওয়ায় নিজের কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান শাকিব খান। যে কারণে তাকে পেতে নির্মাতাদের মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে। বিভিন্ন মাধ্যমের খবর, ‘তুফান’ সিনেমা ইতোমধ্যেই ২০ কোটির বেশি আয় ছাঁড়িয়েছে।
যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে বিগত বছরগুলোতে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হতে চলেছে ‘তুফান’।
ইতোমধ্যেই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা তিনি, সেই পারিশ্রমিক আরও বাড়িয়ে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন শাকিব।
বিবার্তা/এমআই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]