
বলিউড বাদশাহ শাহরুখ খান এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরাদের তালিকায় মনোনীত হয়েছেন। সব ঠিক থাকলে আগামী ১০ আগস্ট তার হাতে ‘ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে।
এক বিবৃতিতে ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর জিওনা এ. নাজারো বলেন, শাহরুখের মতো জীবন্ত কিংবদন্তিকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্নপূরণ! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। বিশ্বজুড়ে ভক্তরা তার চলচ্চিত্রগুলো থেকে যা আশা করেন, তাদের আস্থা তিনি পূরণ করেন।
এর আগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন সাই মিং-লিয়াং, ক্লডিয়া কার্ডিনেল, জনি তো, ফ্রান্সেসো রোসি, হ্যারি বেলাফন্তে ও জেন বার্কিন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আগামী ১০ আগস্ট ওপেন-এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। এদিন তার কালজয়ী সিনেমা ‘দেবদাস’ প্রদর্শিত হবে। পরদিন ১১ আগস্ট শাহরুখ ‘ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমা’তে একটি বিশেষ সাক্ষাৎকারেও উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, পাঠান, জওয়ান ও ডাঙ্কি নামে সম্প্রতি ভক্তদের তিনটি সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে ‘কিং’ সিনেমায়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]