
বাংলাদেশের বিশিষ্ট লেখক-নির্মাতা হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তেমন ভাবে আর অভিনয়ে দেখা যায়নি অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। তবে জনপ্রিয় কিছু গানের জন্য মাঝেমধ্যে খবরের শিরোনাম হয়েছেন তিনি। অবশেষে দীর্ঘ দিনের বিরতি ভাঙছেন শাওন।
জানা যায়, নির্মাতা ফাখরুল আরেফীন খানের নতুন সিনেমা ‘নীল জোছনা’য় অভিনয় করবেন মেহের আফরোজ শাওন।
বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী শাওন জানান, সরকারি অনুদানে নির্মিতব্য এ সিনেমার কাহিনি প্যারাসাইকোলজি বিষয়ক। লেখক মোশতাক আহমেদের উপন্যাস অবলম্বনে ‘নীল জোছনার জীবন’ সিনেমাটি নির্মিত হবে।
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরা ও সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে শাওন জানায়, আমি নিজেই অনেকটা দিন অভিনয় করতে চাইনি। এই সময়ে সিনেমার প্রস্তাব এলেও রাজি হইনি। কিন্তু দু’মাস হলো রাজি হয়েছি। নীল জোছনায় অভিনয় করার প্রধান কারণ এর চিত্রনাট্য ও চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটি যে থিমে নির্মিত হবে সেটিও আমার খুব ভালো লেগেছে।
জানা যায়, ‘নীল জোছনার’ শুটিং শুরু হয়েছে। কিন্তু শাওন এখন তাতে অংশ নেয়নি। তবে শাওন (৫ জুলাই ) শুক্রবার থেকে শুটিংয়ে যোগ দিবেন।
‘নীল জোছনায়’ শাওন ছাড়াও রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এফএস নাঈম প্রমুখ।
নির্মাতা ইবনে মিজানের আলাল দুলাল নাটকে শাওন প্রথম শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন। তবে শাওনের প্রথম সিনেমা আর নায়িকা হিসেবে হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা শ্রাবণ মেঘের দিন।
এছাড়াও শাওন বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। যেমন- দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘আমার আছে জল’। তবে শাওন নির্মাতা হিসেবে পরিচিতি লাভ করেন ২০১৬ সালে তার পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার মাধ্যমে ।
বিবার্তা/এমআই/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]