
আগামী ৩ জুলাই মুক্তি পাবে অ্যানিমেশন সিনেমা ডেসপিকেবল মি ৪। বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউড প্রতি বছর মুক্তি দেয় জনপ্রিয় সব অ্যানিমেশন সিনেমা। তারই ধারাবাহিকতায় এবার আসছে ‘ডেসপিকেবল মি ৪’। যার তিনটি পর্ব এরই মধ্যে বক্স অফিসে ব্যাপক দাপট দেখিয়েছে। এবার আসছে চতুর্থ পর্ব।
জানা গেছে, এরই মধ্যে অগ্রিম বুকিং থেকে আয় করেছে ২৬ মিলিয়ন মার্কিন ডলার। সিনেমাটি পরিচালনা করছেন ক্রিস রেনড। ডেসপিকেবল মি ৪-এ দেখা যাবে কিছু নতুন মুখ। এরমধ্যে গ্রু ও লুসির শিশুপুত্র গ্রু জুনিয়র অন্যতম। সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস রেনড, উইল ফেরাল, স্টিভ ক্যারেল, মিরান্ডা কসভার্ব, জয়ে কিং, ডানা গায়ের, ক্রিস্টেন উইগ, স্টিভেন কোগ্যান ও সোফিয়া ভেরগারার মতো তারকা।
মুভি ওয়েবের তথ্যমতে, ফ্র্যাঞ্চাইজির এবারের পর্বে গ্রু, লুসি, এডিথ এবং অ্যাগনেস পরিবারে একজন নতুন সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হবে। যার নাম গ্রু জুনিয়র, যে তার বাবাকে সবসময় বিরক্ত করে।
এদিকে একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে। দ্য ডেসপিকেবল ফ্রাঞ্চাইজি আয়ের দিক থেকে অ্যানিমেশন সিনেমার মধ্যে সবার ওপরে।
এর আগে এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ২০১০ সালে ‘ডেসপিকেবল মি’ মুক্তি পায়। যেটি বক্স অফিস থেকে আয় করে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। ২০১৩ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা। যেটি আয় করে ৯৭০ মিলিয়নের ওপর। এরপর ২০১৭ সালে মুক্তি পায় তৃতীয় সিনেমা। যেটি আয় করে ১.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এবার আসছে চতুর্থ সিনেমা। ধারণা করা হচ্ছে, আয়ের দিক থেকে এটি বাকি তিনটি সিনেমার ইতিহাস ছাড়িয়ে যাবে।
বিবার্তা/সানজিদা/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]