চলে গেলেন মার্কিন মিউজিশিয়ান ও অভিনেতা মার্টিন মুল
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৬:৪৯
চলে গেলেন মার্কিন মিউজিশিয়ান ও অভিনেতা মার্টিন মুল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন মিউজিশিয়ান ও অভিনেতা মার্টিন মুল মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) লস অ্যাঞ্জেলসে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ তারকা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে ম্যাগি ।


ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে ম্যাগী লিখেছেন, আমি এ সংবাদ ভীষণ মর্মাহত হয়ে শেয়ার করছি, আমার বাবা দীর্ঘ অসুস্থতার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর ২৭ জুন আমাদের বাড়িতে মারা গেছেন। তিনি কল্পনাযোগ্য প্রতিটি সৃজনশীল কাজের শ্রেষ্ঠত্বের জন্য এবং রেড রুফ ইনের বিজ্ঞাপনগুলোর জন্য পরিচিত ছিলেন। তার কৌতুকগুলো মজার মনে হতে পারে, তিনি মানুষ হিসেবে দায়িত্ববান ছিলেন। আমার বাবাকে তার স্ত্রী, মেয়ে, বন্ধু, সহকর্মী, সহশিল্পী, কৌতুক অভিনেতা এবং সংগীতশিল্পীসহ সবাই গভীরভাবে মনে রাখবে। আমি তাকে ভীষণ ভালোবাসতাম।


মার্টিনের জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে। জানা গেছে, ১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে অভিষেক হয় মার্টিন মুলের। তিনি ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন। তার কমিক সিরিজ ‘রোজেন’-এ কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল।


১৯৯৮-২০০৪ পর্যন্ত তিনি নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ২৬ পর্বের ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’ সিরিজ-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন মার্টিন মুল। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। এছাড়াও তিনি গান লিখতেন। জেন মরগানের ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি দারুন সাড়া ফেলেছিল।


১৯৯৮-২০০৪ পর্যন্ত মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’ গেম শোতে, যে সিরিজ মুলারের জনপ্রিয়তা তাকে শীর্ষে নিয়ে গিয়েছিল।


বিবার্তা/সানজিদা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com