
সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে চেয়ারে বসে আছেন। আর ঠিক তার সামনে গিয়ে মেঝেতে বসে পড়েন গায়ক সোনু নিগম।
এরপর তিনি প্রথমে আশা ভোঁসলের দু’পায়ে চুম্বন দেন এবং পরে নিজ হাতে তার পা জোড়া ধুয়ে দেন। এমন ব্যতিক্রমী সম্মান প্রদর্শনে সোনু নিগম নেটদুনিয়ায় প্রংশসায় ভাসছেন। শুক্রবার (২৮ জুন) তারকাখচিত এক অনুষ্ঠানের মাধ্যমে আশা ভোঁসলের জীবনীভিত্তিক বই ‘স্বরস্বামিনী আশা’র মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় আরএসএস প্রধান মোহন ভাগবত, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং গায়ক সোনু নিগমের মতো ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানেই সোনু নিগম বর্ষীয়ান সংগীতশিল্পী আশা ভোঁসলের পা ধুয়ে সম্মান জানান।
প্রসঙ্গত, ১৯৪৩ সালে সংগীত ক্যারিয়ার শুরু আশা ভোঁসলের। গান গেয়েছেন ৯২৫টিরও বেশি সিনেমায়। পেয়েছেন ভারত সরকারের পদ্মভূষণ উপাধি, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার। এছাড়া ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে ঘোষণা করে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবেও।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]