অবশেষে 'তুফান' সিনেমার দৃশ্য সংশোধন
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৯:৩১
অবশেষে 'তুফান' সিনেমার দৃশ্য সংশোধন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। সিনেমাটি শুরু থেকে নানা বিতর্কে জড়িয়েছেন। মুক্তির পর ছবিটি নিয়ে দেখা দেয় নতুন জটিলতা।


ছবিতে শাকিবের কিশোর বয়সী একটি দৃশ্যে কাটা মুণ্ড হাতে করে নিয়ে যেতে দেখা যায়। এমন একটি ভয়ংকর দৃশ্য ব্লার করা ছাড়াই দেশব্যাপী শতাধিক হলে প্রদর্শিত হতে থাকে তুফান। এরপরই প্রশ্ন উঠে সেন্সর বোর্ডকে নিয়ে। অবশেষে পরিবর্তন এলো তুফানের প্রদর্শনীতে।


স্পর্শকাতর দৃশ্যগুলো অসচ্ছ করে সিনেমা প্রদর্শনের নিয়ম। কিন্তু এমন একটি দৃশ্য ব্লার না করেই তুফানকে পরিবারসহ দেখার মতো সিনেমা বলে প্রচার করা হচ্ছিল।


বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়। এরপর সিনেমাটির প্রদর্শন চালিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্নমহলে। এমন একটি দৃশ্য সেন্সর বোর্ড থেকে কীভাবে ছাড়পত্র পেল তা নিয়েও আলাপ ওঠে বিজ্ঞমহলে।


দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কীভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও বিতর্ক চলমান। প্রশ্ন ওঠে সেন্সর বোর্ডের দায়িত্বশীলতা নিয়েও।


সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয় তারা দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলে ছিলেন। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা করেনি ‘তুফান’ সংশ্লিষ্টরা। ভয়ংকর ওই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শন করেছে তারা।


এমন সংবাদ জানার পর বিষয়টি খতিয়ে দেখেন তারা। ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে ওই দৃশ্য সংশোধন করেছে তুফান সংশ্লিষ্টরা। রোববার (২৩ জুন) বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনেমার সেই মুণ্ডুকাটা দৃশ্য ব্লার করে প্রদর্শন করা হচ্ছে তুফান।


এরআগে, সিনেমাটি নির্মাণে ৮ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। তুফান সিনেমার মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগও তুলেছিল এফডিসির ১৯ সংগঠনের নেতারা। যদিও সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থপাচারের অভিযোগ সত্য না বলে জানানো হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com