তনুশ্রীকে শারীরিক হেনস্থা, সত্য প্রকাশ করলেন নানা পাটেকার
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৭:১৬
তনুশ্রীকে শারীরিক হেনস্থা, সত্য প্রকাশ করলেন নানা পাটেকার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৮ সালে সমাজমাধ্যম উত্তাল হয়েছিল ‘মিটু’ আন্দোলন নিয়ে। অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।


সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছিল নানা পাটেকার বিরুদ্ধে। কিন্তু যথাযথ সাক্ষ্যপ্রমাণের অভাবে সেই মামলাটি বন্ধ করা হয়। সম্প্রতি এই ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন নানা।


সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নানা পাটেকার জানান যে, এই অভিযোগ মিথ্যা ছিল। প্রথম থেকেই আমার আত্মবিশ্বাস যে, তাঁর এই অভিযোগের কোনও ভিত্তি নেই। তাই বিষয়টিতে কখনওই তিনি রেগে যাননি।


সমস্যার সূত্রপাত, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ়’ ছবি মুক্তির সময় থেকে। এই ছবিতে একটি গানের দৃশ্যে তনুশ্রীর একা অভিনয় করার কথা ছিল। চিত্রনাট্যে এমনই ছিল বলে জানান অভিনেত্রী।


কিন্তু পরে সেই দৃশ্যে নিয়ে আসা হয় নানা পাটেকারকেও। এই গানের শুটিং-এর সময়ই নাকি অভিনেতা নানা, অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নাচ শেখানোর নামে নাকি শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছিলেন নানা।


সম্প্রতি নানা পাটেকার সংবাদমাধ্যমের কাছে ঘটনাটি নিয়ে বলেন, “আমি জানতাম এই অভিযোগ মিথ্যা। তাই আমি মাথা গরম করিনি। আর এ অনেক পুরনো কথা। আর এগুলি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই। সত্যিটা সবাই জানত। কিছুই তো ঘটেনি আসলে। তাই এটি নিয়ে আর কিছু বলারও নেই আমার। আমি কিছু করিনি, এটাই কি বলা উচিত আমার? আমি সত্যিটা জানতাম, এটুকুই বলব।”


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com