বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ!
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১৭:২০
বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয় ‘ফাইন ডাইনিং’ রেস্তোরাঁ ‘সোনা’ খুলেছিলেন নিউ ইয়র্ক শহরে। অভিনেত্রী তাঁর সাধের এই রেস্তোরাঁটির উদ্বোধন করেছিলেন ২০২১ সালে। মাঝে প্রায় তিনটি বছর কেটে গিয়েছে।


ওই শহরে ভাল নাম ডাক হয় ‘সোনা’র, তবু রেস্তোরাঁটি এ বার বন্ধ করে দেবেন প্রিয়ঙ্কা। চলতি মাসের ৩০ জুনই শেষ দিন। তার পরই তালা পড়বে ‘সোনা’-তে।


ভারতীয় রসনার স্বাদ মার্কিন মুলুকে সকলের কাছে পৌঁছে দিতেই এই রেস্তোরাঁ খোলার কথা ভাবনায় আসে অভিনেত্রীর। প্রিয়াঙ্কার রেস্তরাঁটির নামকরণ করেছিলেন অভিনেত্রীর স্বামী নিক জোনাস। অতীতে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সে কথা।


কলকাতার মটন কাটলেট থেকে গোয়ার প্রন কারি— ভারতের বিভিন্ন প্রদেশের খাবার রয়েছে ‘সোনা’-র মেনুতে। প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, দেশের প্রতি ভালবাসা জানাতেই এই রেস্তোরাঁ তৈরি করেছেন তিনি। শৈশব থেকে দেশের নানা খাবারের যে স্বাদ পেয়ে এসেছেন, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রচেষ্টার নাম এই ‘সোনা’।


অভিনেত্রীর সোনা এ বার বন্ধ হচ্ছে। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে খবরটি জানান প্রিয়ঙ্কা।


অভিনেত্রী লিখেছেন, ‘‘ প্রায় সফল এই তিন বছরের যাত্রা, কিন্তু এ বার ‘সোনা’ বন্ধ করতে চলেছি আমরা। সকলের কাছে কৃতজ্ঞ আমরা, যাঁরা সোনা-তে কোনও না কোনও সময় এসেছেন। আপনাদের পরিষেবা দিতে পেরে খুশি আমরাও। আপনারা এই রেস্তোরাঁয় শেষ পরিষেবা পাবেন ৩০ জুন।’’


কেন বন্ধ হচ্ছে এই রেস্তোরাঁ? শোনা যাচ্ছে, এই ব্যবসায় প্রিয়ঙ্কার সঙ্গে অংশীদার ছিলেন মণীশ গোয়েল নামে এক ব্যবসায়ী। আচমকাই তিনি অংশীদারিত্ব ছেড়ে চলে যাওয়ায় প্রিয়াঙ্কাও এ বার বন্ধ করে দিতে চাইছেন তাঁর রেস্তোরাঁ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com