গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন ফারুকী
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৬:৫৮
গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন ফারুকী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারও আলোচনায় ‘বিগ বস’ এর ১৭তম সিজন বিজয়ী জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী। এবার অবশ্য মারপিট বা ডিম ছোঁড়ার কাণ্ড নয়! গোপনে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন তিনি।


ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ জানাচ্ছে, পাত্রী মেহজাবিন কোটওয়ালা। যিনি পেশায় মেকআপ আর্টিস্ট। ১০-১২ দিন আগেই নাকি বিয়ে সেরেছেন তারা। গত ২৬ মে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসেছিল তাদের বিয়ের ‘রিসেপশন পার্টি’। এদিন উপস্থিত ছিলেন ৫০ জনের মতো অতিথি। বিয়েতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী হিনা খানও।


এর আগে বিগ বসে থাকাকালে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মুনাওয়ার। তা নিয়েও প্রচুর বিতর্ক ছড়িয়ে পড়েছিল। শোনা গিয়েছিল, আয়েশার সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মুনাওয়ার। তবে সেই বিয়ে হয়নি। ২০১৭ সালে জেসমিনকে বিয়ে করেন ফারুকী, তবে ২০২২ সালেই তাদের বিচ্ছেদ হয়ে যায়।


উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি ফারুকীকে গ্রেফতার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছিল। মুনাওয়ারের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল আরও চার জন কমেডিয়ানকে। তারা হলেন নলিন যাদব, এডভিন অ্যন্টনি, প্রখর ব্যাস ও প্রীতম ব্যাস।


তাদের বিরুদ্ধে অভিযোগ, একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তারা। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর এই অভিযোগ এনেছিলেন। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ফারুকীদের। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান জনপ্রিয় এই কমেডিয়ান।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com