
‘হেড অফ স্টেট’ সিনেমার শুটিংয়ের সময় স্টেন্ট করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
ছবিতে দেখা যায় কপাল ও গালের একপাশে ছোপ ছোপ রক্তের দাগ। চোখে মুখে ক্লান্তি।
ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে!
এদিকে অভিনেত্রীর এমন ছবি দেখে বেশ চমকে গেছেন তার ভক্তরা।
জানা গেছে, ফ্রান্সে প্রিয়াংকা চোপড়ার সঙ্গে রয়েছে তার মেয়ে মালতিও। সিনেমার শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। ফ্রান্সে এদিক-ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গেছে মা ও মেয়েকে।
হেড অফ স্টেট- সিনেমায় তাকে বিপদজনক বেশকিছু অ্যাকশন দৃশ্য এবং স্টেন্ট করতেও দেখা যাবে। প্রিয়াংকা জানান, এটি একটি কমেডি-অ্যাকশন ফিল্ম, তাই স্টেন্ট করার সময় তাকে এই আঘাত সহ্য করতে হচ্ছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জন সিনা ও ইদ্রিস এলবা।
প্রসঙ্গত, ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তাদের সংসারে মালতী নামের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরই পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। ক্যারিয়ারে ইতোমধ্যে একাধিক হলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনেত্রীকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ সিনেমায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]