
অল্প বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা আবু তাওহীদ হিরণ। গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘আদম’ সিনেমার পরিচালক তিনি।
১৫ এপ্রিল, সোমবার ভোরে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাসাটির কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম। ওই বাসাটির দ্বিতীয় তলায় তরুণ এই পরিচালক ভাড়া থাকতেন।
গাজী নজরুল জানান, আজ সকাল ৬টার দিকে হিরণ তাকে কল দিয়ে জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। এ কথা শুনে কেয়ারটেকার দ্রুত সেখানে পৌঁছলে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি ভেতরে ঢুকতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।
পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা বলেন, আজ সকাল ৬টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় নির্মাতা আবু তাওহীদ হিরণ হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার খুলনায় থাকেন, আমরা তাঁর মরদেহ সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।
আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ অভিনয় করেছিলেন। এই সিনেমার পর ‘রং রোড’ নামে আরেকটি সিনেমার কাজ শুরু করেন তিনি। ঘোষণা দিয়েছিলেন ‘দ্য পাপ্পি’ নামে আরো একটি সিনেমা বানানোর।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]