
পোস্টার, টিজার আর গানের পর এবার প্রকাশ হল ‘দেয়ালের দেশ’ সিনেমার ট্রেইলার।
এবারের রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে আলোচিত হচ্ছে শবনম বুবলী এবং শরীফুল রাজের সিনেমাটি।
ট্রেইলারে রাজ-বুবলীর প্রেমের রসায়ন ধরা পড়ে পাবলিক বাসে, রাস্তাঘাটে, কখনো আবার নদীর ধারে। কিন্তু বুবলীর অসুস্থতা ও মৃত্যু ধাক্কা দেয় সেই প্রেমকে।
শনিবার টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে ট্রেলারটি। একই সঙ্গে রাজ-বুবলী ও নির্মাতার ওয়ালে এটি প্রকাশ করা হয়েছে। রহস্যময় এই ট্রেলার মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের।
চরিত্রায়নে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে রাজ-বুবলীকে, যা জুটি হিসেবে তাদের এই প্রথম ছবির ট্রেলারে প্রশংসা কুড়াচ্ছে।
এর আগে মুক্তি পাওয়া ছবির ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামের গানটিও প্রশংসিত হয়েছে দর্শক মহলে। গানটিতে রাজ-বুবলীর না পাওয়া প্রেমের হাহাকার ফুটিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য, ‘দেয়ালের দেশ’ ছবিতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।
‘দেয়ালের দেশ’ সিনেমাটি বানিয়েছেন নির্মাতা মিশুক মনি। সরকারি অনুদানের এ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক ও স্বাগতা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]