এখন আর হিন্দি সিনেমা দেখি না: নাসিরুদ্দিন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৬
এখন আর হিন্দি সিনেমা দেখি না: নাসিরুদ্দিন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পষ্ট কথা বলার জন‍্য বলিউডে আলাদা একটা পরিচিতি আছে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের। সিংহভাগ সময়েই তাঁর বলা কথা নিয়ে চর্চা হয়। কিন্তু নিজের মতামত থেকে কখনও পিছু হটেননি তিনি।


সম্প্রতি ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, বলিউডের সিনেমা নিয়ে তিনি হতাশ। বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে বলেই তিনি মনে করেন।


নাসিরুদ্দিন বলেন, 'গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এতগুলি বছর পেরিয়ে এসেও বিশেষ বদল নেই। একই ধাঁচের গল্প এবং বানানোর পদ্ধতিও এক রকম। ঠিক এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি।'


চলচ্চিত্র থেকে অর্থ আয়ের চিন্তা না করার কথা জানিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘হিন্দি সিনেমা আশা জাগাবে, যদি আমরা সিনেমা থেকে অর্থ আয়ের চিন্তা বন্ধ করতে পারি। কিন্তু আমি মনে করি, অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আর কোনো সমাধান নেই। কারণ চলচ্চিত্রগুলো নির্মিত হতেই থাকবে আর হাজার হাজার মানুষ সেগুলো দেখতেই থাকবে।’


নির্মাতাদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সিরিয়াস ফিল্ম বানাতে চান, তাদের দায়িত্ব বর্তমানের বাস্তবতা দেখানো। আর এটি এমনভাবে দেখাতে হবে যাতে তারা ফতোয়া (ধর্মীয় আইন বিশেষজ্ঞ কর্তৃক প্রকাশিত বিধান) বা ইডি গিয়ে তাদের দরজায় কড়া নাড়তে না পারে।’


প্রতি বছর অনেকগুলি হিন্দি ছবিই মুক্তি পায়। কোনোটি আবার ভালো ব‍্যবসাও করে। এ প্রসঙ্গে ‘মাসুম’ খ‍্যাত অভিনেতা বলেন, কিছু সিনেমা হিট করে, কারণ সেগুলির সঙ্গে দর্শক নিজেকে মেলাতে পারে। কিন্তু বাণিজ‍্যসফল মানেই এই নয় যে, সিনেমা গুণমানের দিক থেকে ভাল।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com