
প্রায় চার বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। গত বছর জানুয়ারি মাসে বাদশা-সুলভ প্রত্যাবর্তনই ঘটেছে তাঁর। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। বছরের প্রথম ছবিই সুপারহিট। ভারতসহ দুনিয়া জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।
কোভিড পরবর্তী সময়ে শাহরুখের পর পর তিনটি ছবির হাত ধরেই যেন খরা কেটেছিল বক্স অফিসে। একই বছরে পর পর তিনটি হিট।
কিন্তু নতুন বছরে কী পরিকল্পনা? এ বছর কী একটাও ছবি মুক্তি পাবে না শাহরুখের? এই নিয়েই জল্পনা। তবে আর প্রতীক্ষা নয়, আসছে ‘পাঠান ২’।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রযোজক আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা ‘পাঠান টু’ নির্মাণ করতে যাচ্ছেন। গেল বছরের শেষের দিকে আদিত্য চোপড়া ও তার টিম ‘পাঠান টু’ সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করে।
চলতি বছরের ডিসেম্বরে ‘পাঠান টু’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। তবে সিনেমাটির প্রথম পার্টের সব অভিনয়শিল্পী থাকবেন কি না, সেটা এখনও জানা যায়নি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]