
মারা গেছেন আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করা ভারতীয় অভিনেত্রী সুহানি ভাটনাগর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি, শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনাগরের। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। তবে এখনও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, কয়েকদিন আগেই পা ভেঙে গিয়েছিল অভিনেত্রী সুহানির। তার চিকিৎসাও চলছিল। এজন্য বেশি কিছু ওষুধ খেতে হতো সুহানিকে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করেছিল। প্রাথমিকভাবে একেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
সিনেমাটি মুক্তির পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সুহানি। লেখাপড়ায় মন দিয়েছিলেন তিনি। ইচ্ছে ছিল পড়াশোনা শেষে আবারও অভিনয়ে ফিরবেন। সেই ইচ্ছা অধরাই রয়ে গেল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]