
মা হলেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশানা খান। গেল ৯ ফেব্রুয়ারি সিডনির এক হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দুজনের শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
ঈশানা জানান, সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী। মা হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে, আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী।’
এদিকে, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সন্তানের কিছু ছবিও শেয়ার করেছেন ঈশানা।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে ঈশানা জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছর পরিবারে আসবে নতুন অতিথি।
উল্লেখ্য, ঈশানা খান ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর তাকে নিয়মিত দেখা গেছে টিভি পর্দায়। মিডিয়ায় আসার ১ দশক পর ২০১৯ সালের ১০ জুলাই বিয়ে করেন এই অভিনেত্রী। তার স্বামী সারিফ চৌধুরী। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।
স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। সেখান থেকেই ভক্তদের মা হওয়ার সুখবর দিলেন এই অভিনেত্রী।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]