
দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, নাট্যাভিনেতা, টিভি ও রেডিওর উপস্থাপক আসলাম শিহির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৩০ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে-মেয়ে দুজনেই স্কুলপড়ুয়া।
তার মৃত্যুর খবর জানিয়েছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আওলাদ হোসেন রুহুল।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান দুপুর সাড়ে ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য আসলাম শিহির আজ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। আজ বিকেল ৪টায় শিহির ভাই শেষ শ্রদ্ধা ও নামাজে জানাজার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আনা হবে।
জানা গেছে, থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন আসলাম শিহির। থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার কারণে তীব্র ব্যথা অনুভব করতেন। গত সেপ্টেম্বরের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত অপারেশন সফল হয়নি!
এরপর বায়োপসি ও আনুষাঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার থাইরয়েড ক্যানসার (অ্যানা প্লাস্টিক ক্যানসার) হয়েছে। যার চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল এবং বাংলাদেশে সম্ভব না। চিকিৎসকরা ধারণা দিয়েছেন, চিকিৎসাবাবদ প্রায় ৫০ লাখ টাকার বেশি খরচ হতে পারে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য মেহেরপুরের আসলাম হোসেন শিহির। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। পরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুইবার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হন। এর আগে আসলাম হোসেন শিহির মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালান করেন।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া ‘স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আসলাম শিহির। বর্তমানে সংগঠনের সভাপতি সংসদ সদস্য চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক আনজাম মাসুদ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]