
গাড়ির চালককে বেধড়ক পিটিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতে আলি খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। গাড়ির চালককে চড়, লাথি মারতে দেখা যাচ্ছে রাহাত ফতে আলি খানকে। চলেছে একের পর এক ঘুসি। তাও আবার একটা বোতলের জন্য! কিন্তু কেন এটা করলেন তিনি?
গুলাম আব্বাস শাহ নামে এক গণমাধ্যমকর্মী রাহাত ফাতেহ আলী খানের নৃশংসতার ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গাড়ি চালককে মারতে মারতে রাহাত বলছেন, ‘আমার বোতল কোথায়?’ আর এরপরই ক্রমাগত ওই ব্যক্তিকে মারতে শুরু করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে আরও অনেকে উপস্থিত রয়েছেন। তবে কেউই গায়ককে আটকাতে পারেননি। এদিকে যিনি মার খাচ্ছিলেন, ওই কর্মীকে বারবার গায়কের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই গাড়ির চালককে বারবার বলতে শোনা যায়, ‘আমার কাছে কোনও বোতল নেই স্যার’।
তবে জনপ্রিয় গায়ক কোনোভাবেই তা মানতে চাননি। ক্রমাগত মেরেই চলেন তাকে। আর ‘আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন।
এদিকে জনপ্রিয় এমন গায়কের ভিডিও দেখে নেট দুনিয়ায় ‘ছিঃ ছিঃ’ করছেন নেটনাগরিকদের অনেকেই। বহু নেটিজেন গায়কের এমন ব্যবহারে হতবাক, তীব্র নিন্দা করেছেন।
আর এই ভিডিও ভাইরাল হতেই ফের সাফাই দিয়ে একটি ভিডিও পোস্ট করেন পাক গায়ক রাহাত ফাতেহ আলী খান। সেখানে যে গাড়ির চালককে তিনি মারধর করেছিলেন, তাকে নিয়েই হাজির হয়েছিলেন গায়ক। রাহাত দাবি করেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তিনি যেমন কর্মীদের ভালোবাসেন, তেমনই তারা দোষ করলে শাসনও করেন।
অন্যদিকে মার খাওয়া সেই গাড়ি চালককে বলেন, ওই বোতলে আসলে কিছু পবিত্র পানি ছিল, আর সেটা আমি কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম। তাই উনি মেরেছেন। এ ধরনের ভিডিও ছড়িয়ে লোকজন ঠিক করেনি। এরপর গায়ক ফের বলেন, ঘটনার পরই আমি ওর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি।
তবে পাক গায়ক যতই সাফাই গাক না কেন, সেই ভিডিওর নিচে নেটনাগরিকদের মন্তব্যতেই স্পষ্ট এই সাফাইয়ে চিঁড়ে ভেজেনি। অনেকেই প্রশ্ন তুলে লিখেছেন, ‘এটা ভালোবাসার নমুনা!’ কেউ আবার লিখেছেন, ‘এটা কী ধরনের শাস্তি ভাই! ছিঃ ছিঃ’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
জন্মসূত্রে পাকিস্তানের বাসিন্দা হলেও বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক রাহত ফতেহ আলি খান। ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’, ‘তেরে বিন’, ‘ওরে পিয়া’-র মতো জনপ্রিয় গান গেয়েছেন তিনি। ভিন্ন দেশের নাগরিক হলেও তাঁকে আপন করে নিতে দ্বিধা করেননি ভারতীয় শ্রোতারা। তবে সম্প্রতি তাঁর নতুন রূপ দেখে অবাক তাঁর অনুরাগীরা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]